হেমন্তের গান গেয়ে .... চাষী সব ধান কাটে
হেমন্তের হিমেল কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হেমন্তের রং লাগে মাঠে পাকা ধান,
ধান কাটে গেয়ে সবে হেমন্তের গান।
ধানকাটা হলে শেষ নিয়ে আসে বাড়ি,
ধানের বোঝাই নিয়ে চলে গরু-গাড়ি।


জল নিতে আসে বধূ অজয়ের ঘাটে,
নদীপারে মাঠে মাঠে চাষী ধান কাটে।
বেলা পড়ে আসে যবে সূর্য অস্ত যায়,
মাঠে ঘাটে ঝোঁপঝাড়ে আঁধার ঘনায়।


রবিবারে হাট বসে অজয়ের ঘাটে,
নদীঘাটে বেচাকেনা সারাদিন কাটে।
ক্রেতা বিক্রেতার ভিড় সারাদিন ধরে,
হাট ভাঙে যবে সবে ফিরে যায় ঘরে।


হিমের পরশ লাগে শীত লাগে গায়ে,
সাঁঝের আঁধার নামে নদীঘাটে বাঁয়ে।
দূরে কোথা বাজে বাঁশি ভরে ওঠে মন,
হেমন্তের কাব্য গাথা লিখিল লক্ষ্মণ।