হেমন্তের গান গেয়ে .... চাষী সব ধান কাটে
হেমন্তের হিমেল কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে চাষীরা সব সারা দিন মাঠে,
হেমন্তের গান গেয়ে মাঠে ধান কাটে।
ধান কাটে আঁটি বাঁধে নিয়ে আসে বাড়ি,
মেঠো পথে সারি সারি চলে গরু গাড়ি।


পূবেতে সোনার রবি লাল হয়ে উঠে,
ঘাসে ঘাসে হিম পড়ে ফুলকলি ফুটে।
মাঠ হতে আসে চাষী কাধেঁ ধান লয়ে,
হিমেল পরশ পেয়ে নদী চলে বয়ে।


ঘরে ঘরে পিঠে-পুলি রাঁধিছে পায়েস,
নতুন ধানের চিঁড়ে খেতে লাগে বেশ।
নবান্নের নব অন্ন, বসি আঙিনায়,
সকলে আহার করে কলার পাতায়।


চাষী সব ঘরে ফিরে পূবে চাঁদ উঠে,
আকাশের আঙিনায় লক্ষ তারা ফুটে।
সাঁঝের সানাই বাজে আমাদের গাঁয়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।