হেমন্তের গান গেয়ে .... চাষী সব ধান কাটে
হেমন্তের হিমেল কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হিমের পরশ লাগে হেমন্তের কাল,
পূরব গগনে হেরি দিবাকর লাল।
প্রভাত পাখিরা গায় তরুর শাখায়,
শিশিরের বিন্দু ঝরে ঘাসের আগায়।


কাস্তে লয়ে চাষী সব চলে নিজ মাঠে,
হেমন্তের গান গেয়ে সোনা ধান কাটে।
ধান কাটে আঁটি বাঁধে নিয়ে গরুগাড়ি,
গাড়িতে বোঝাই ধান আনে নিজ বাড়ি।


মাটিতে নিকানো হয় বাড়ির উঠান,
উঠানের চারিকোণে গোলাভরা ধান।
শিশু বৃদ্ধ যুবা সব বসি এক সাথে,
উঠানে পায়েস খায় কদলীর পাতে।


ধন-ধান্যে ভরা গ্রাম, ধন্য ধরাধাম,
নবান্নের উত্সবে মেতে উঠে গ্রাম।
সবাকার ঘরে ঘরে গোলাভরা ধান,
হেমন্তের কাব্য লিখে লক্ষ্মণ শ্রীমান।