হেমন্তের গান গেয়ে .... চাষী সব ধান কাটে
হেমন্তের হিমেল কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হেমন্তে ধানের খেতে ধান কাটে চাষী,
বাংলার মাঠ ঘাট আমি ভালবাসি।
হিমের পরশ লাগে মাঠে পাকে ধান,
চাষীদের মুখে হাসি উল্লাসিত প্রাণ।


মাঠে মাঠে ধান কাটে এ গাঁয়ের চাষী,
আঙিনায় গোলাভরা ধান রাশি রাশি।
সোনাঝরা রোদ হাসে রাঙাপথ পাশে,
শিশিরের বিন্দু হাসে আঙিনার ঘাসে।


নতুন চালের ভাত লাগে খেতে মিঠে,
চাল ভেঙে গুড়ি করে তৈরি হয় পিঠে।
নতুন ধানের চিঁড়ে, গুড় দুধ সাথে,
আঙিনায় বসে সবে খায় কলাপাতে।


নবান্নের উত্সব প্রতি ঘরে ঘরে,
সুস্বাদু পায়েস রাঁধে আহারের তরে।
চাষীবধূ আলপনা দেয় আঙিনায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।