হেমন্তের গান গেয়ে .... চাষী সব ধান কাটে
হেমন্তের হিমেল কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হেমন্তে পরশ লাগে শীত লাগে গায়ে,
আমাদের গ্রামখানি সবুজের ছায়ে।
এ গাঁয়ের চাষীভাই মাঠে করে চাষ,
সকলেই একসাথে সুখে করে বাস।


প্রভাত সময়ে রবি ছড়ায় কিরণ,
গাছে গাছে বিহগের মধুর মিলন।
কাস্ত লয়ে ধান কাটে চাষী সব মাঠে,
মাঠে মাঠে চাষীদের সারাদিন কাটে।


ধান নিয়ে গরুগাড়ি চলে রাঙাপথে।
চাষীসব ঘরে ফিরে দূর মাঠ হতে।
সাঁঝের সানাই বাজে সুমধুর সুরে,
সেই সুর মিলে যায় দূর হতে দূরে।


মধ্য রাতে চাঁদ উঠে আকাশের গায়,
রাত কাটে ভোর হয় পাখি গীত গায়।
হেমন্তের কাব্যগীতি হল সমাপন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।