হেমন্তের গান গেয়ে .... চাষী সব ধান কাটে
হেমন্তের হিমেল কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হেমন্তে পরশ লাগে হিম পড়ে ঘাসে,
অরুণ কিরণে রবি পূবাকাশে হাসে।
প্রভাত পাখিরা ডাকে তরুর শাখায়,
কাস্তে লয়ে আলপথে চাষী সব যায়।


ধান কাটে আঁটি বাঁধে সারাদিন ধরে,
সাঁঝ হলে চাষীসব ফিরে আসে ঘরে।
গোঠেতে চরায় ধেনু গাঁয়ের রাখাল,
সাঁঝ হলে গাঁয়ে ফিরে নিয়ে গরুপাল।


মেঠোপথে সারি সারি চলে গরুগাড়ি,
ধানের বোঝাই লয়ে আসে নিজবাড়ি।
চাষীবধূ আলপনা দেয় আঙিনায়,
নবান্নের উত্সবে ধূম পড়ে যায়।


নতুন ধানের চিঁড়ে চালের পায়েস,
তাতে দুধ গুড় দিয়ে খেতে লাগে বেশ।
আঙিনায় সকলেই খায় একসাথে,
চাষীসব বারোমাস থাকে দুধেভাতে।