বসন্ত উত্সবে মেতেছে ধরা .....খুশির রঙে
সেজেছে প্রকৃতি.....হোলির গীতিকবিতা
( তৃতীয় পর্ব) কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


খেলবো হোলি রঙ মাখাবো
আজকে সারাবেলা,
চলবে হোলি সারাটা দিন
হবে রঙের খেলা।


আজকে জানি খুশি সবাই
মনে পুলক জাগে,
খেলছে হোলি নাচে সবাই
হৃদয়ে রঙ লাগে।


হোলির দিনে সবাই আজ
খুশিতে সবে মাতে,
আবীর রঙে রঙিন খেলবো
আজ সবার সাথে।


হোলির রঙে মন মেতেছে
রঙ লেগেছে গায়ে,
গোলাপী রঙে ভুবন ভরা
নীল গগন ছায়ে।


হোলির খুশি ছড়িয়ে পড়ে
সারা ভুবনময়,
প্রীতি শুভেচ্ছা ভালোবাসায়
করবো হৃদয় জয়।