জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহে ক্লান্ত কবিতাগুচ্ছ
জ্যৈষ্ঠমাসের উত্তপ্ত কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


জ্যৈষ্ঠ মাসে
গরম পড়ে,
সারা শরীরে
ঘাম ঝরে।


দুপুর রোদে
স্তব্ধ পাড়া,
নিঝুম হল
গ্রাম সারা।


আগুন জ্বলে
ইঁটের ভাটি,
দুপুর রোদে
তপ্ত মাটি।


পাড়ার ছেলে
দিঘির ঘাটে,
সাবান মাখে
সাঁতার কাটে।


প্রখর রোদে
ভর দুপুরে,
জেলেরা মাছ
ধরে পুকুরে।


বিকাল হলে
পড়ে বেলা,
সমাপ্ত হয়
দিবস খেলা।


সাঁঝের আঁধার
নামল গাঁয়ে,
চাঁদ উঠেছে
দিঘির বাঁয়ে।