শুভ জন্মদিনের কবিতা (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


(কবি পরিচিতি: নাম- লক্ষ্মণ ভাণ্ডারী, দেশ-ভারত, বর্তমান অবস্থান-নতুন দিল্লি, ভাষা বাংলা মাতৃভাষা। এছাড়াও কবি ইংরাজী,হিন্দি ভাষা সহ অসমীয়া, ওড়িয়া, মারাঠি গুজরাটি, পাঞ্জাবী, ও দক্ষিণ ভারতীয় ভাষার মধ্যে মালয়ায়ালম টাইপ করতে পারেন। জাতিতত্ত্ব-বাঙালি সম্প্রদায় ভুক্ত। শিক্ষা এবং কর্মসংস্থান- শিক্ষা- প্রতিষ্ঠান পাথরচুড় প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়, ইকরা বাসন্তী বিজয় উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ত্রিবেনীদেবী ভালোটিয়া মহা বিদ্যালয়, শখ, পছন্দ এবং বিশ্বাস- ধর্ম-হিন্দু ধর্মাবলম্বী। শখ- সংগীত, নৃত্য ও অভিনয় করা। পছন্দ-ছবি আঁকা, কবিতা লেখা ও স্বরচিত কবিতা আবৃত্তি করা, বিশ্বাস- সনাতন হিন্দুধর্মে গভীর বিশ্বাস। বর্তমানে কবি সপরিবারে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত। কবি একজন বাঙালী, কবি বাঙালী হয়ে গর্ব অনুভব করেন। কবি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। কবি বিশ্বাস করেন বিজ্ঞান চিরন্তন। কবি প্রকৃতিপ্রেমী, এবং মনে করেন একে মানুষের ক্রিয়াকলাপ থেকে রক্ষা করতে হবে। এছাড়াও কবি বাংলার সংস্কৃতিকে শ্রদ্ধা ও অনুকরণ করেন।)


বর্ষ যায়, মাস যায় দিন আসে ফিরে,
কভু না ভুলিতে পারি জন্ম দিনটিরে।
মোবাইলে বার্তা আসে শুভ জন্মদিন,
শুভ জন্ম দিন কভু না হয় মলিন।


জানুয়ারির পঁচিশে পূণ্য শুভক্ষণ,
শুভদিনে জন্ম নিল কবিশ্রী লক্ষ্মণ।
নিবাস পাথরচুড়ে গ্রাম মধ্য খানে,
ঠিকানা হিজলগড়া জিলা বর্ধমানে।


কবিপিতা পূজ্যবর প্রভাকর নাম,
কবিমাতা গঙ্গাদেবী জানাই প্রণাম।
পিতা মাতা শ্রীচরণ বন্দি বারবার,
তাঁদের জন্য এলাম বসুধা মাঝার।


শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণাম,
যাঁদের কৃপায় আমি জ্ঞান লভিলাম।
কবিতা আসরে যত জ্ঞানী গুণীজন,
শ্রদ্ধা আর ভালবাসা করুন গ্রহণ।


শুভ জন্মদিনে সবে নিও ভালবাসা,
শুভদিনে পূর্ণ হোক নব নব আশা।
শুভ জন্মদিন কাব্য হল সমাপন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।