"Children are like buds in a garden and should be carefully and lovingly nurtured, as they are the future of the nation and the citizens of tomorrow."


- Pt. Jawaharlal Nehru


"শিশুরা বাগানের কুঁড়ির মতো এবং তাদের যত্ন সহকারে আর ভালবাসার সাথে লালন-পালন করা উচিত, কারণ তারা জাতির ভবিষ্যত এবং আগামী দিনের নাগরিক।"
- পণ্ডিত জওহরলাল নেহরু


শিশুরা পারে বিশ্বকে একটি ভাল জায়গা করে দিতে। কেননা তাদের খুশি আর হাসিই ঘরকে আলোকিত করে তোলে। পরিবারের কাছে একটি শিশুর সুখ অতুলনীয়, এবং আমরা তাদের চোখে উজ্জ্বলতা ও মুখে হাসি ফুটিয়ে তুলতে প্রতিবছর ১৪ ই নভেম্বর সারা দেশজুড়ে পালিত হয় জাতীয় শিশু দিবস।


এই একই দিনে জন্মেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। নেহরু শিশুদের কাছে চাচা নামে পরিচিত ছিলেন। তার জন্মদিন উপলক্ষেই মূলত দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়।


ভারতে শিশু দিবস পালিত হয় মূলত শিশুদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে। পড়াশোনা ও সাংবিধানিক মৌলিক অধিকারগুলো নিয়ে সবাইকে সচেতন করতেই এই দিন পালন করা হয়।


জাতীয় শিশু দিবস (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


জাতীয় শিশু দিবস আজিকার দিনে,
শিশুদের উপহার দিতে হয় কিনে।
ফল, মিষ্টি ও বিস্কুট, চকোলেট আর,
ছোট ছোট শিশু পায় নানা উপহার।


পথশিশু অনাহারে কাঁদে বসে পথে,
শিশুরা ক্ষুধার অন্ন, পাইবে কিমতে?
শিশুর ক্ষুধার অন্ন কেড়ে খায় যারা,
শিশুহত্যা অপরাধে অপরাধী তারা।


বন্ধ কর শিশু শ্রম, দাও অধিকার,
আজিকের এই হোক দৃঢ় অঙ্গীকার।
উপযুক্ত শিক্ষা যেন পায় শিশুগণ,
দেশের প্রগতি হয় এই সে কারণ।


শিশু দিবসের আজি হোক অঙ্গীকার,
প্রতি শিশু পায় যেন সুষম আহার।
জাতীয় শিশু দিবসে পূণ্য শুভক্ষণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।