জীবন এক রেলগাড়ি
চলে যায় তাড়াতাড়ি,
দুইদিনের তরে ভবে আসা।


আত্মীয়-স্বজন পরিজন,
জমিবাড়ি, গাড়ি ও ধন,
নিমিষে মিলিয়ে যায় আশা।


কেন কর আমার আমার?
কে তুমি? কেবা তোমার?
দুদিনের তরে এসেছো এ ভবে,


বিষয়আশয় সব ছেড়ে
বাড়ি গাড়ি রবে পড়ে,
সবাইকে একদিন যেতে হবে।


নিজ স্ত্রী পুত্র পরিবার,
কেহই নহে আপনার,
জন্মিলেই অবশ্য হয় মরণ,


সুখ শান্তি ভালবাসা,
নিভে যায় সব আশা,
এ জীবন যেন নিশার স্বপন।


এসেছিলে খালি হাতে
কিছুই যাবে না সাথে
অর্পণ করহ মন শ্রীগুরুর চরণে,


এমন জীবন কর গঠন,
যেন কাঁদে বিশ্বভুবন,
হাসবে তুমি শুধু আপন মরণে।