জীবনে চলার পথ নহে তো সহজ,
উঁচু নীচু বন্ধুর পথ জানিহ নিশ্চয়।
জীবনের পথে চল খাটিয়ে মগজ,
কণ্টকাকীর্ণ পথ যে আছে বাধা ভয়।


কে তুমি? তুমি কার কেবা আপনার,
দু’দিনের তরে এই ধরায় আগমন।
মায়াময় সংসারে সকলি যে অসার,
সংসার মায়াময় আছে মায়ার বন্ধন।


ধর্ম অর্থ কাম ও মোক্ষ জীবনের সার,
শ্রী কৃষ্ণনাম ভজ জীব পাবে পরিত্রাণ।
বৃথা কেন  করহ জীব আমার আমার,
ভজ নাম জপ নাম লহ নাম অবিরাম।


জীবনে চলার পথ সহজ সে তো নয়,
ধর্ম পথে চল জীব কৃপা পাবে সুনিশ্চয়।