আকাশের মাঝখানে চাঁদখানা জ্বলে ওই,
তারাদের ঝিকিমিকি দেখে শুধু চেয়ে রই।
জোছনায় নদীজল বয়ে চলে কলকল,
শাল পিয়ালের বনে কাঁদে শেয়ালের দল।


তারাগুলি জ্বলে রাতে ফুটফুটে জোছনায়,
পথভোলা জোনাকিরা পথ খুঁজে নাহি পায়।
নবান্নের ধানখেতে লক্ষ্মী-পেঁচা আসে যায়,
ঝোপেঝাড়ে বাদুড়েরা পাখাগুলো ঝাপটায়।


তন্দ্রাহারা পৃথিবীর চোখে ঘুম নেই তার,
ফুটফুটে জোছনায় আলোময় চারিধার।
সরোবরে শতদল আধোঘুমে জেগে রয়,
পুলকিত জোছনায় ফিসফিস কথা কয়।


রাতি শেষে ডুবে চাঁদ তারাদল নিভে যায়,
লাল রবি দেয় উঁকি পূব আকাশের গায়।