যুগপুরুষোত্তম দয়াল ঠাকুর
লক্ষ্মণ ভাণ্ডারী


গুরুর চরণে প্রণতি জানিয়ে
ইষ্টনাম জপ অবিরাম,
গুরুপদে রাখো নিষ্ঠা ভক্তি
পাবে সুখের স্বর্গধাম।


ইষ্টপ্রাণ হও তুমি অনুক্ষণ
ইষ্টনাম সদা করহ মনন
সত্সঙ্গের আশ্রয়গ্রহণ
করে ধন্য মানব জীবন।


সত্দীক্ষার এসেছে প্লাবন
করহ সবাই দীক্ষা গ্রহণ।
দীক্ষা নিয়ে শিক্ষা গ্রহণে
পাবে এক নতুন জীবন।


জীবন পথে চলতে গিয়ে
করো যদি কভু তুমি ভুল,
ভুলেও কভু ভুলো না তুমি
রাতুলের চরণে দিতে ফুল।


ঠাঁই যেন পাই দয়াল প্রভু
তব রাঙা রাতুল চরণে,
যুগপুরুষোত্তম দয়াল ঠাকুর
কর কৃপা এই অকিঞ্চনে।


যুগেযুগে তিনি এসেছেন ধরায়,
নাশিতে ধরার পাপভার,
সত্দীক্ষা দিয়ে তিনি সবাকারে
মানবে করিছেন উদ্ধার।