দেশ ছেয়েছে অরাজকতায়
আজ কবিতারে দাও ছুটি,
ক্ষুধার অন্ন কেড়ে খায় যারা,
চেপে ধরো তাদের টুটি।


মুখের রুটি কেড়ে নেয় তারা
যারা গড়ে অট্টালিকা,
তারই পাশে হায় ফুটপাতে কত
অনাহারী মাগে ভিক্ষা।


কবিতার পাতায় বিদ্রোহ আজ
কবিতারা মাগিছে ছুটি,
বিদ্রোহ আজ তাদের বিরুদ্ধে
যারা কেড়ে খায় রুটি।


ক্ষুধিতের দল পায় না অন্ন
দেশে দেশে হাহাকার,
ক্ষুধার জ্বালায় মরিছে শিশু
বল কিবা দোষ তার?


একবেলা খেয়ে হাতুড়ি চলে
ক্ষুধিত পেটের দায়ে,
শ্রমিকের হিয়া ক্লান্ত আজিকে
কড়া হাতুড়ির ঘায়ে।


রোদে পুড়ে জলে ভিজে যারা
মাটিতে ফলায় ফসল,
পায় নাকো তারা ক্ষুধার অন্ন
রোজ মোছে আঁখিজল।


গণ-বিদ্রোহের জাগরণী মন্ত্র
তাদের কাছেই শিখি,
বুভুক্ষার নিষ্ঠুর কবি হয়ে তাই
জ্বলন্ত কবিতা লিখি।