বাংলা কবিতা আসরের পরম শ্রদ্ধেয় কবি তথা
কবি-সম্রাট শ্রী সঞ্জয় কর্মকার মহাশয়ের উদ্দেশ্যে
উত্সর্গীকৃত আমার দ্বিতীয় কবিতা।


কবি-সম্রাট


কাব্য-রত্ন সুধাকর হে কবি মহান!
আসরে কবিতা কত করিলে প্রদান।
কত যে কবিতা তুমি, লিখিলে হে কবি!
কবিতায় আছে আঁকা সকলের ছবি।


অজেয় লেখনী তব বিদিত আসরে,
পুষ্পসম কবিতারা বৃষ্টি হয়ে ঝরে।
আমি অতি মূঢ়মতি কি বর্ণিব আর,
আসরে কবিতা কত দিলে উপহার।


কাব্য সুধা রস তব অমৃত সমান,
সেই জানে কাব্যরস যে করেছে পান।
লিখিলে কবিতা কত নাহিক বিরাম,
হে কবি! তোমারে আমি জানাই প্রণাম।


কবি-সম্রাট উপাধি দানিল সকলে,
লক্ষ্মণ লিখিল কাব্য কবিতার ছলে।


বাংলা কবিতা আসরের পরম শ্রদ্ধেয় কবি তথা
কবি-সম্রাট শ্রী সঞ্জয় কর্মকার মহাশয়ের উদ্দেশ্যে
উত্সর্গীকৃত আমার প্রথম কবিতা।


আমার পূর্ব-প্রকাশিত কবিতা


কবিবরেষু


জ্ঞানের প্রদীপ তুমি জ্ঞানের জগতে,
উত্তরে উত্তরে আজি প্রকাশের পথে।
ছড়িয়ে আলোকমালা কবিতা আসরে,
লিখিলে অমর কাব্য উত্তরে উত্তরে।


যেমতি সজ্জিত নব লতাগুল্মরাজি
করয়ে আশ্রয় তরু চিরদিন তরে,
তেমতি মোরা সবে যত কবিগণ
স্নেহ-সুধা রস তব করিয়াছি পান।


সবার হৃদয় জুড়ে আছো তুমি কবি
হৃদয়েতে আছে রাখা প্রিয় তব ছবি
লিখিয়া লেখনী তব অমর কবিতা,
অমর হউক প্রিয় তব কাব্য গাঁথা।


কাব্য সুধাকর তুমি! লহ নমস্কার,
তব স্নেহাশীষ যেন পাই অনিবার।