বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি সোমালী নিরঝরা (মৃনালিনী) মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন।


তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাঁকে কাব্য জ্যোতির্ময়ী কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।  জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য জ্যোতির্ময়ী কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


সোমালী নির্ঝরা কবি মৃনালিনী নাম,
আসরের প্রিয়-কবি নদীয়াতে ধাম।
কৃষ্ণ-নগরে নিবাস জেলা নদীয়ায়,
সকলেই আসরেতে তব গুণ গায়।


কাব্য জ্যোতির্ময়ী তুমি জ্ঞানের আধার,
জ্ঞানের আলোক তুমি, প্রিয় সবাকার।
ছন্দে ছন্দে কাব্য গাঁথা তব রচনায়,
অপূর্ব সৃজনীশৈলী কাব্যে খুঁজে পাই।


কাব্য জ্যোতির্ময়ী তুমি মহিমা অপার,
লহ কবি কাব্যে মোর কাব্য উপহার।
কন্যা সম প্রিয় মম তুমি আদরিণী,
সেইহেতু তব নাম দিলাম মা-মণি।


জ্যোতির্ময়ী মা আমার সকলেই জানে,
লক্ষ্মণ লিখিল কাব্য, মায়ের সম্মানে।