বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি মাননীয়া সঞ্চয়িতা রায় মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য কুসুম কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কাব্য কুসুম কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


আসরের প্রিয়কবি কবি সঞ্চয়িতা,
নিয়মিত ছন্দে ছন্দে লিখেন কবিতা।
কাব্যের কুসুমকলি কবিতা আসরে,
আসরেতে কাব্য তব পুষ্পসম ঝরে।


কবির প্রতিভা হেরি হৃষ্ট হয় মন,
আসরেতে প্রকাশিত কাব্য অগণন।
অপার মহিমা তব বিদিত জগতে,
কাব্যের কুসুম তুমি হলে আজি হতে।


পুষ্পসম বিকশিতা বিদিত ধরায়,
আসরের যত কবি তব গুণ গায়।
কবিতা আসরে কত দিলে উপহার,
লহ কবি উপহার আমা সবাকার।


নিবাস ধর্মনগর, রাজ্য ত্রিপুরায়,
লিখেন লক্ষ্মণকবি তার কবিতায়।