বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি শাহানারা রশিদ মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য মালিকা কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য মালিকা কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


কবি শাহানারা রশিদ কাব্য আসরে,
নিত্য নব কাব্য কত প্রকাশিত করে।
কাব্য তব অভিনব অনন্য প্রয়াস,
নিয়মিত কাব্য কবি করেন প্রকাশ।


কাব্যের মালিকা তুমি মহিমা অপার,
কবিতা আসর মাঝে তুমি পুষ্পহার।
ছন্দে ছন্দে কবিতায় প্রকৃতির ছবি,
সবাকার প্রিয় তাই তুমি প্রিয়কবি।


কাব্যের আলোক তুমি গুণে অনুপমা,
প্রিয়কবির কাব্যের নাহিক তুলনা।
কবিরে সম্মান করে যত কবিগণ,
আসরেতে সবে করে পুষ্প বরিষণ।


কাব্য মালিকা কবির হোক আভূষণ,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।