বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মাননীয় বিভূতি দাস মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য শুকতারা কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।


কাব্য শুকতারা কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তি সহকারে প্রদান করলাম। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!



কাব্য শুকতারা কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


সবার প্রিয়কবি দাস কবি বিভূতি,
কাব্যের উজ্বল রত্ন কাব্য মহারথী।
আসরের সর্ব-কবি তুমি যে মহান,
নব নব কাব্য কত করিলে প্রদান।


উজ্বল তারকা তুমি, তুমি সুধীজন,
পরম বিদ্বান তুমি, অমূল্য রতন।
কবিতার আসরের প্রিয় সবাকার,
কাব্য শুকতারা কবি লহ উপহার।


কবি তুমি, তুমি গুণী, হে কবিশেখর!
তোমা পেয়ে ধন্য হল কবিতা আসর।
কাব্য শুকতারা তব কাব্য উপহার,
লহ কবি সবাকার শ্রদ্ধা, নমস্কার।


লিখেন কবিতা কবি পড়ে সুধীজন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।