বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মজিবুর রহমান বুলবুল মহাশয়, যিনি একাধারে কবি, যিনি অনিরুদ্ধ বুলবুল ছদ্মনামে বাংলা কবিতা আসরের সাথে যুক্ত, তিনি দীর্ঘদিন ধরে আমাদের এই বাংলা কবিতার আসরে আছেন। কবিতা আসরে তিনি বহু কবিতা উপহার দিয়েছেন। প্রিয়কবির কাব্যে বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য সুধাংশু কাব্য উপহার প্রিয় কবির করকমলে উত্সর্গ করলাম।


কাব্য সুধাংশু কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


কাব্য সুধাংশু তুমি, হে কবি মহান,
মহামতি তুমি কবি মহা জ্ঞানবান।
বর্তমানে ঢাকাতে কবির বাসস্থান।
যোগ্য উপহার হয় কবির সম্মান।


মজিবুর রহমান বুলবুল নাম,
অনিরুদ্ধ বুলবুল কবি ছদ্মনাম।
কাব্য সুধাংশু তব কাব্য উপহার,
জ্ঞানদীপশিখা তুমি জ্ঞানের আধার।


কাব্য সুধারস তব করেছে যে পান,
সেই জানে কাব্য তব অমৃত সমান।
কাব্য উপহার তোমা করিনু প্রদান,
কবিরে জানাই মোরা কবির সম্মান।


কবিতা প্রেমিক কবি তুমি গুণীজন,
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।