কবিতার জয় হোক, কবিগণের জয় হোক।
বাংলা কবিতা আসরের জয় হোক।
কাব্য উপহার- তৃতীয় পর্ব


ভূমিকা


যাঁদের লেখায় বাংলা কবিতার আসরের মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাঁদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা আমাদের প্রথম ও প্রধানতম কর্তব্য।  তাঁদের প্রতি আমাদের রইল শ্রদ্ধা আর অকৃপণ ভালবাসা। সশ্রদ্ধচিত্তে তাঁদের আন্তরিক অভিনন্দন জানাই। তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করতে আজ
প্রকাশ দিলাম আমার বিনম্র কাব্য ও কবিতা-
কাব্য উপহার- তৃতীয় পর্ব


কাব্য উপহার প্রথম পর্বে 12 জন কবিকে উত্সর্গীকৃত কবিতা পূর্বে প্রকাশিত হয়েছে। কাব্য উপহার দ্বিতীয় পর্বেও আরও 12 জন কবিকে উত্সর্গীকৃত কবিতা প্রকাশ করা হয়েছে। বর্তমান কাব্য উপহার তৃতীয় পর্বে আরও 16 জন কবিকে প্রদত্ত কাব্য উপহার কাব্য ও কবিতা প্রকাশিত হল। কাব্য উপহার মিলনযজ্ঞে নিবেদিত অর্ঘ আমার কাব্য ও কবিতাগুলি সকল কবি ও সহৃদয় কাব্যপিপাসুগণের কাব্য-পিপাসা মেটাতে পারবে কিনা তা বলতে পারি না তবে চেষ্টা করেছি মাত্র। সাথে থাকুন, পাশে রাখুন। নিত্য লিখুন, কাব্যচর্চা চলতে থাকুক অবিরাম।
সতত ও প্রতিনিয়ত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
কবিতার জয় হোক, কবির জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক।
সাথে থাকুন, পাশে রাখুন। কাব্যচর্চা চলুক নিরবিচ্ছিন্ন গতিতে।


আসুন আমরা সকলেই কাব্যের মিলনযজ্ঞে মিলিত
হয়ে আপন আপন কাব্য নৈবেদ্য উত্সর্গ করি।


সফল হয়ে উঠুক আমাদের কাব্যসাধনা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!



আজ পর্যন্ত বাংলা কবিতা আসরের সম্মানীয় কবিগণের প্রাপ্ত সম্মাননাসমূহ নিম্নে প্রদত্ত হল।
        
1.   কাব্য সম্রাট কাব্য উপহার
13.01.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি সঞ্জয় কর্মকার মহাশয়কে।


2.   কবিতা সম্রাজ্ঞী কাব্য উপহার
16.01.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি পারমিতা (অনুরাধা) মহাশয়াকে।


3. কাব্যশ্রী কবিসম্মান
17.01.2018 তারিখে প্রদান করা হয়েছে
1. কবি সুমিত্র দত্তরায় ও 2. কবি খলিলুর রহমান মহাশয়কে।


4. কাব্য প্রভাকর কবিসম্মান
21.01.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি কবির হুমায়ুন মহাশয়কে।


5. ছন্দ যাদুকর-কবি সম্মান
27.1.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি অজিত কুমার কর মহাশয়কে।


6. কাব্য-সর্বশ্রী কবিসম্মান
23.02.2018 তারিখে প্রদান করা হয়েছে
1. কবি গোপাল চন্দ্র সরকার ও 2. কবি মুহাম্মদ মনিরুজ্জামান মহাশয়কে।


7. ছন্দকবি কাব্য উপহার
26.03.2018 তারিখে প্রদান করা হয়েছে
1. কবি মূলচাঁদ মাহাত ও 2. সানারুল মোমিন মহাশয়কে।


8. গায়িকা কবি কাব্য উপহার
27.06.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি রীনা বিশ্বাস (হাসি) মহাশয়াকে।


9. গায়ক কবি কাব্য উপহার
28.06.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি শহিদ খাঁন মহাশয়কে।


10. কাব্য রত্নাকর কাব্য উপহার
29.06.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি ডঃ সুজিত কুমার বিশ্বাস মহাশয়কে।


11. কাব্য সুধাকর কাব্য উপহার
30.06.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি সহিদুল হক মহাশয়কে।


12. জ্ঞান প্রদীপ কাব্য উপহার
01.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি ডাঃ প্রদীপ কুমার রায় মহাশয়কে।


13. ছন্দকার কবি কাব্য উপহার
03.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি আব্দুল কাদের মহাশয়কে।


14. কাব্য সুধাংশু কাব্য উপহার
04.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি অনিরুদ্ধ বুলবুল মহাশয়কে।


15. কাব্য রত্নমালা কাব্য উপহার
07.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি মিমি মহাশয়া ও কবি রুনা লায়লা মহাশয়াকে।


16. কাব্য দীপ্তি কাব্য উপহার
09.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি দীপ্তি রায় মহাশয়াকে।


17. কাব্যপ্রেমী কাব্য উপহার
10.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি আবু কওছর মহাশয়কে।


18.  কাব্যসূর্য কাব্য উপহার
11.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি দিলীপ চট্টোপাধ্যায় মহাশয়কে।


18. কাব্য ছন্দহার কাব্য উপহার
12.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি রিঙ্কু রায় (আবৃত্তিকার) মহাশয়াকে।


19. কাব্য রবি কাব্য উপহার
13.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি ফয়েজ উল্লাহ রবি মহাশয়কে।


20. কাব্য গুণাকর কাব্য উপহার
14.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি তমাল ব্যানার্জি মহাশয়কে।


21. কাব্য কুসুম কাব্য উপহার
15.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি সঞ্চযিতা রায় মহাশয়াকে।


22. কাব্য প্রসূন কাব্য উপহার
16.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি রনজিত মাইতি মহাশয়কে।


23. কাব্য রত্নহার কাব্য উপহার
17.08.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি শাহানাজ সুলতানা অধরা মহাশয়াকে।


24. কাব্য রসসিন্ধু কাব্য উপহার
18.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি রঞ্জন গিরি মহাশয়কে।


25. কাব্য মুকুল কাব্য উপহার
20.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি মনোজ ভৌমিক মহাশয়কে।


26. কাব্য মণিহার কাব্য উপহার
21.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি ডঃ শাহানারা মশিউর মহাশয়া ও কবি জে. আর. এ্যাগ্নেস মহাশয়াকে


27. কাব্য মুকুট কাব্য উপহার
22.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি সমীর প্রামাণিক (অম্বরীষ কবি) মহাশয়কে।


28. কাব্য পুষ্পহার কাব্য উপহার
23.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি মৌটুসি মিত্র গুহ (কেতকী) মহাশয়াকে।


29. কাব্য ধ্রুবতারা কাব্য উপহার
24.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি শ.ম. শহীদ মহাশয়কে।


30. কাব্য কল্পতরু কাব্য উপহার
25.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি সৌমেন বন্দ্যোপাধ্যায় (পীযূষ কবি) মহাশয়কে।


31. কাব্য শুকতারা কাব্য উপহার
26.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি বিভূতি দাস মহাশয়কে।


32. কাব্য কল্পদ্রুম কাব্য উপহার
27.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি চিত্ত রঞ্জন সরকার মহাশয়কে।


33. কাব্য সাহিত্যমালা কাব্য উপহার
28.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি মোনায়েম সাহিত্য (চিন্ময় কবি) মহাশয়কে।


34. কাব্য অলংকার কাব্য উপহার
29.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি মনোয়ারুল আলম মহাশয়কে।


35. কাব্য মালিকা কাব্য উপহার
30.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি শাহানারা রশিদ মহাশয়াকে।


36. কাব্য ছন্দশ্রী কাব্য উপহার
31.07.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি স্বপন গায়েন (উদয়ন কবি) মহাশয়কে।


37. কাব্য কবিরাজ কাব্য উপহার
01.08.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি অজিতেশ নাগ (অবসরপ্রাপ্ত) মহাশয়কে।


38. কাব্য চারুলতা কাব্য উপহার
02.08.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি লীনা দাস মহাশয়কে ও কবি বৃষ্টি মণ্ডল মহাশয়াকে।


39. কাব্য কবিশ্রী কাব্য উপহার
03.08.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি মোহাম্মদ তোফায়েল আহমেদ টুটুল মহাশয়কে।


40. কাব্য পদ্মশ্রী কাব্য উপহার
04.08.2018 তারিখে প্রদান করা হয়েছে
কবি শ্রাবণী সিংহ মহাশয়াকে।
-------------------------------------------
বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মনোজ ভৌমিক মহাশয়, যিনি হলেন প্রকৃতির কবি। ছন্দে ছন্দে তিনি এই আসরে বহু কাব্য উপহার দিয়েছেন এবং দিয়ে চলেছেন।
তিনি দীর্ঘদিন ধরে আমাদের এই বাংলা কবিতার আসরে আছেন। কবিতা আসরে তিনি বহু সুন্দর সুন্দর ছন্দময় কবিতা উপহার দিয়েছেন। প্রিয়কবির কাব্যে বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য মুকুল কাব্য উপহার প্রিয় কবির করকমলে উত্সর্গ করলাম।
আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি প্রিয়কবির কবিতা বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে। কবিতার জয় হোক, কবির জয় হোক, বাংলা কবিতার আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য মুকুল কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


আসরের কবি তুমি মনোজ ভৌমিক,
সকলের প্রিয় কবি কাব্যের সৈনিক।
কাব্য মুকুল কবির কাব্য উপহার,
লহ কবি আমাদের শ্রদ্ধা নমস্কার।


কবিতা প্রেমিক কবি বিদিত ধরায়,
সকলেতে একসাথে তব গুণ গায়।
প্রিয়কবি সুধাময় অতি গুণবান,
কবিরে জানাই মোরা কবির সম্মান।


মুকুলিত কাব্য তব করিলে প্রকাশ,
তুমি কবি কাব্য প্রিয় গুজরাটে বাস।
আসরের প্রিয়কবি তুমি সবাকার,
লহ কবি কাব্যে মোর কাব্য উপহার।


হে কবি মহান তুমি কহে সর্বজন,
লিখিল কবিতা কবি ভাণ্ডারী লক্ষ্মণ।
-------------
বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি ডঃ শাহানারা মশিউর মহাশয়া ও কবি জে. আর. এ্যাগ্নেস মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন।
তাঁরা উভয়েই এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁদের কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই উভয় কবিকে কাব্য মণিহার কাব্য উপহার দুই কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে তাঁদের প্রদান করলাম।
আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁদের লেখা কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবিতার জয় হোক, কবির জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক।
সাথে থাকুন, পাশে রাখুন। কাব্যচর্চা চলুক নিরবিচ্ছিন্ন গতিতে।


আসুন আমরা সকলেই কাব্যের মিলনযজ্ঞে মিলিত
হয়ে আপন আপন কাব্য নৈবেদ্য উত্সর্গ করি।


সফল হয়ে উঠুক আমাদের কাব্যসাধনা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


**********


কাব্য মণিহার কাব্য উপহার
                           -লক্ষ্মণ ভাণ্ডারী


আসরের দুই কবি কাব্য লিখে বেশ,
শাহানারা মশিউর, জে আর এ্যাগ্নেস।
দুই কবি আসরের উজ্জ্বল রতন,
দিনে দিনে কাব্য কত রচে অগণন।


দোঁহাকার কাব্যপাঠে সবে প্রীত হয়,
অষ্ট্রেলিয়া সিডনিতে এক কবি রয়।
অন্য কবির নিবাস সবার অজানা,
দুই কবির গুণের নাহিক তুলনা।


দুইকবি জ্ঞানবতী কাব্যে খুঁজে পাই,
উভয় কবিরে মোরা সম্মান জানাই।
কাব্য মণিহার দুই কাব্য উপহার,
লহ কবি ভক্তিশ্রদ্ধা আমা সবাকার।


লক্ষ্মণ লিখিল কাব্য কাব্যের পাতায়,
কবি সম্মানিতে কবি কবিতা সাজায়।


-------------------------
বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি সমীর প্রামাণিক (অম্বরীষ কবি) মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই প্রিয়কবিকে কাব্য মুকুট কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে তাঁকে প্রদান করলাম।
আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি কবি সমীর প্রামাণিক (অম্বরীষ কবি) মহাশয়ের লেখা কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবিতার জয় হোক, কবির জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক।
সাথে থাকুন, পাশে রাখুন। কাব্যচর্চা চলুক নিরবিচ্ছিন্ন গতিতে।


আসুন আমরা সকলেই কাব্যের মিলনযজ্ঞে মিলিত
হয়ে আপন আপন কাব্য নৈবেদ্য উত্সর্গ করি।


সফল হয়ে উঠুক আমাদের কাব্যসাধনা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য মুকুট কাব্য উপহার
               -লক্ষ্মণ ভাণ্ডারী


সমীর নামেতে কবি প্রিয় সবাকার,
অম্বরীষ কবি জানি উপাধি তোমার।
কবিতা আসরে খ্যাত আপনার গুণে,
প্রামাণিক পদবীতে সকলেই চিনে।


কাব্যের আলোক তুমি বিখ্যাত আসরে,
কাব্য তব নিত্য হেরি সবে পাঠ করে।
কবির লেখনী কত লিখে রাখে গাঁথা,
ছন্দে ছন্দে সুসজ্জিত কবিতার পাতা।


হে কবিশেখর প্রিয় কাব্যের তারকা,
কবিতা আসরে হয় তব সাথে দেখা।
কাব্যের মুকুট তব যোগ্য উপহার,
কাব্য আভূষণ হোক ভুষণ তোমার।


কাব্যমুকুট দিলাম উপাধি তোমায়,
লিখিল লক্ষ্মণ কবি তাঁর কবিতায়।


---------------------
বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি মৌটুসি মিত্র গুহ (কেতকী) মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই প্রিয়কবিকে কাব্য পুষ্পহার কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে তাঁকে প্রদান করলাম।


আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি কবি মৌটুসি মিত্র গুহ (কেতকী) মহাশয়ার লেখা কবিতা একদিন
আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবিতার জয় হোক, কবির জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক।
সাথে থাকুন, পাশে রাখুন। কাব্যচর্চা চলুক নিরবিচ্ছিন্ন গতিতে।


আসুন আমরা সকলেই কাব্যের মিলনযজ্ঞে মিলিত
হয়ে আপন আপন কাব্য নৈবেদ্য উত্সর্গ করি।


সফল হয়ে উঠুক আমাদের কাব্যসাধনা।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য পুষ্পহার কাব্য উপহার
               -লক্ষ্মণ ভাণ্ডারী


মৌটুসি মিত্র গুহ (কেতকী) নাম তাঁর,
কবিতা আসরে কবি প্রিয় সবাকার।
নিত্য নব কাব্য কত করিলা প্রকাশ,
প্রোফাইলে নেই লেখা কবির নিবাস।


ছন্দে ছন্দে কাব্য তব প্রত্যহ প্রভাতে,
প্রতিদিন নিত্য সব পুষ্পসম ফোটে।
কবিতা আসরে কত লিখিলে কবিতা,
কাব্য পুষ্পহার নামে হলে পরিচিতা।


কবিত্ব প্রতিভা তব হেরিয়া নয়নে,
কাব্য পুষ্পহার অর্ঘ দিলাম যতনে।
হে কবি! কাব্য প্রিয়, কাব্য পুষ্পহার,
লহ কবি কাব্যে মোর প্রণতি আমার।


কাব্য পাঠে প্রীত হয় সবাকার মন,
লিখে কবি কবিতায় ভাণ্ডারী লক্ষ্মণ।


-----------------
বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মাননীয় শ.ম. শহীদ মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য ধ্রুবতারা কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।


কবির জয় হোক। কবিতার জয় হোক। এই উপহার কবির সম্মানে আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কাব্য ধ্রুবতারা কাব্য উপহার              
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


শ. ম. শহীদ কবি উজ্জ্বল ধ্রুবতারা,
কবিত্ব প্রতিভা হেরি হই দিশাহারা।
উজ্জ্বল আলোক তুমি অমূল্য রতন,
কাব্যপাঠে সবাকার ভরে ওঠে মন।


কবিতার আসরেতে তুমি প্রিয়কবি,
তব কবিতায় হেরি নৈসর্গিক ছবি।
উজ্জ্বল জ্যোতিষ্ক তুমি কাব্যের জগতে,
কাব্য ধ্রুবতারা তুমি হলে আজি হতে।


যোগ্যতম প্রিয় মম, গুণে অনুপম,
কবিতার আসরেতে ধ্রুবতারা সম।
অপার মহিমা তব হেরিয়া নয়নে,
প্রনতি জানায় আজি সব কবিগণে,


কাব্যরত্ন জানি তুমি কাব্যের ভূষণ,
লিখিল কবিতা কবি ভাণ্ডারী লক্ষ্মণ।


------------------
বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মাননীয় সৌমেন বন্দ্যোপাধ্যায় মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তিনি একাধারে কবি ও আবৃত্তিকার। আবৃত্তির সুরে তিনি সকলের হৃদয় জয় করে নিয়েছেন। পীযুষ কবির অনবদ্য লেখনীর ভাষায় কবিতারা প্রাণ পায়। তাই আন্তরিক শ্রদ্ধা বিনয়ের সঙ্গে জ্ঞাপন করি প্রিয়কবির প্রতি।


তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আসরকবি সৌমেন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা সকলেই কাব্য কল্পতরু কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তি সহকারে প্রদান করলাম। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য কল্পতরু কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


সৌমেন বন্দ্যোপাধ্যায় কবি প্রিয়জন,
আসরের মাঝে তাঁরে পাই দরশন।
কবির বাসভূমি জানি মথুরাপুরে,
করেন অন্তর জয় আবৃত্তির সুরে।


অনন্য প্রয়াস তব হেরি আসরেতে,
কবি মিলনমেলা হল কলকাতাতে।
শিখাইলে কবিগণে গড়িতে আসর,
কবিতা আসরে তাঁরে হেরি নিরন্তর।


পীযুষ কবি নামে কবির পরিচয়,
কাব্যকল্পতরু নাম কহিনু নিশ্চয়।
উপহার লহ কবি আমা সবাকার,
কাব্যকল্পতরু হল উপাধি তোমার।


পীযুষ কবির নাম বিখ্যাত আসরে,
লিখিল লক্ষ্মণকবি কাব্য উপহারে।
-----------------------
বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মাননীয় বিভূতি দাস মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য শুকতারা কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।


কাব্য শুকতারা কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তি সহকারে প্রদান করলাম। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য শুকতারা কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


সবার প্রিয়কবি দাস কবি বিভূতি,
কাব্যের উজ্বল রত্ন কাব্য মহারথী।
আসরের সর্ব-কবি তুমি যে মহান,
নব নব কাব্য কত করিলে প্রদান।


উজ্বল তারকা তুমি, তুমি সুধীজন,
পরম বিদ্বান তুমি, অমূল্য রতন।
কবিতার আসরের প্রিয় সবাকার,
কাব্য শুকতারা কবি লহ উপহার।


কবি তুমি, তুমি গুণী, হে কবিশেখর!
তোমা পেয়ে ধন্য হল কবিতা আসর।
কাব্য শুকতারা তব কাব্য উপহার,
লহ কবি সবাকার শ্রদ্ধা, নমস্কার।


লিখেন কবিতা কবি পড়ে সুধীজন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।


---------------------------------------------
বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মাননীয় চিত্ত রঞ্জন সরকার মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য কল্পদ্রুম কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য কল্পদ্রুম কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


কবি চিত্ত রঞ্জনদা, পদবীতে সরকার,
কবিতার আসরেতে প্রিয় তিনি সবাকার।
প্রিয়কবি তরে মোরা সাজায়েছি উপহার,
লহ কবি আমাদের শ্রদ্ধা ভক্তি নমস্কার।


কাব্য কল্পদ্রুম তাই সেরা কবি উপহার,
তাঁর মতো কাব্যপ্রিয় আমাদের দরকার।
আসরের কবি যত করে সবে জয়গান,
কবিরে দিলাম মোরা প্রিয়কবির সম্মান।


স্নেহ ভালবাসা দিয়ে বাঁধিলে সবারে তুমি,
লিখিলে কবিতা কত, ধন্য হল বঙ্গভূমি।
গুণী তুমি কহে সবে কবিতার আসরেতে
কল্পদ্রুম তব নাম হোক খ্যাত আজ হতে।


তোমার মতন কবি আসরেতে প্রয়োজন,
লিখে রাখে কবিতায় ভাণ্ডারী কবি লক্ষ্মণ।
--------------------------------------------
বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মোনায়েম সাহিত্য চিন্ময় কবি নামে খ্যাতনামা মহোদয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য সাহিত্যমালা কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য সাহিত্যমালা কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


মোনায়েম সাহিত্য (চিন্ময়কবি) নাম,
কবিতা লিখেন তিনি অমৃত সমান।
আসরের প্রিয়কবি তুমি মহাশয়,
ছন্দময় কাব্যে তব সবে মুগ্ধ হয়।


কবিতা আসরে হেরি নিত্য আগমন,
আসরেতে তব সাথে হয় দরশন।
আসরে কবিতা তুমি করিলে প্রদান,
কবিরে জানাই মোরা কবির সম্মান।


কাব্যের সাহিত্যমালা যোগ্য উপহার,
কবিরে জানাই মোরা কোটি নমস্কার।
মোনায়েম সাহিত্য জগতের আলোক,
অমৃত কথার গাঁথা প্রচারিত হোক।


অপার মহিমা তব কবিতা আসরে,
লক্ষ্মণ লিখিল কাব্য সবাকার তরে।
-------------------------------------------
বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মনোয়ারুল আলম মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য অলংকার কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য অলংকার কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


মনোয়ারুল আলম নামে কবি পরিচয়,
কবিতার আসরে পাবে তারে সুনিশ্চয়।
দীর্ঘায়িত কাব্য তাঁর চিত্তে দেয় হৃষ্টতা,
কবিবর আসরেতে লিখে যান কবিতা।


কবিতার পাতাতে লিখে রাখেন নিত্য,
কাব্য পাঠে ভরে ওঠে সবাকার চিত্ত।
কবিতা আসরে সবে করে তব জয়গান,
কাব্য উপহারে তাই আজি কবির সম্মান।


কাব্য প্রিয় তুমি কবি সবাকার প্রিয়জন,
কাব্য অলংকার তব হোক আজি আভূষণ।
কবি তিনি অতি গুণী কবিতার এ আসরে,
করিনু প্রদান কবির সম্মান নব কলেবরে।


কবিতায় কবি লিখে পড়ে পাঠক সকলে,
ভাণ্ডারী লক্ষ্মণকবি লিখে আপন খেয়ালে।
-------------------------------------------------
বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি শাহানারা রশিদ মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য মালিকা কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য মালিকা কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


কবি শাহানারা রশিদ কাব্য আসরে,
নিত্য নব কাব্য কত প্রকাশিত করে।
কাব্য তব অভিনব অনন্য প্রয়াস,
নিয়মিত কাব্য কবি করেন প্রকাশ।


কাব্যের মালিকা তুমি মহিমা অপার,
কবিতা আসর মাঝে তুমি পুষ্পহার।
ছন্দে ছন্দে কবিতায় প্রকৃতির ছবি,
সবাকার প্রিয় তাই তুমি প্রিয়কবি।


কাব্যের আলোক তুমি গুণে অনুপমা,
প্রিয়কবির কাব্যের নাহিক তুলনা।
কবিরে সম্মান করে যত কবিগণ,
আসরেতে সবে করে পুষ্প বরিষণ।


কাব্য মালিকা কবির হোক আভূষণ,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।
--------------------------------------------
বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি স্বপন গায়েন (উদয়ন কবি) মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য ছন্দশ্রী কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য ছন্দশ্রী কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


স্বপন গায়েন নাম আসরের কবি,
তব কবিতায় হেরি প্রকৃতির ছবি।
ছন্দে ছন্দে কবিতায় সুন্দর উপমা,
নব নব  কাব্য কবি করিল রচনা।


আসর মাঝারে তুমি অমৃতের খনি,
কাব্যের আসরে তুমি সমুজ্জ্বল মণি।
তোমা সম ছন্দকবি না হেরি আসরে,
কাব্য পাঠে সবাকার চিত্ত ওঠে ভরে।


কাব্যের ছন্দশ্রী তুমি, তুমি মহাগুণী,
সবাকার প্রিয় তাই প্রিয়কবি তুমি।
লহ কবি সবাকার শ্রদ্ধা নমস্কার,
কাব্য ছন্দশ্রী হউক তব উপহার।


কবিতা লিখিল কবি পড়ে পূণ্যবান,
কবিরে সম্মান দিল লক্ষ্মণ শ্রীমান।
........................................................
বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি অজিতেশ নাগ মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে ছিলেন বর্তমানে তিনি কবিতার আসর থেকে অবসর (দীর্ঘ বিরতি) নিয়েছেন অনির্দিষ্ট কালের জন্য।
তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়ে গেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য কবিরাজ কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।
আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তিনি আবার কবিতার আসরে ফিরে আসবেন। আমরা সবাই তাঁর আশার পথ পানে চেয়ে বসে আছি।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য কবিরাজ কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


কবি অজিতেশ নাগ, দীর্ঘদিন তরে
নিয়েছেন অবসর কবিতা আসরে।
কবিতা পাঠশালায় কেহ আসে যায়,
হিসাব রাখিনা কেবা লইল বিদায়।


হে কবিশেখর! তুমি ছিলে মম প্রিয়,
যেথা থাকো সেথা হতে স্নেহাশীষ দিও।
আসর মাঝারে কবি কভু তুমি এসে,
কাব্য উপহার দিও সবে ভালবেসে।


কবির আসন শূণ্য হেরি আসরেতে,
কাব্য কবিরাজ তুমি হলে আজি হতে।
যেথা থাকো লহ কবি ক্ষুদ্র উপহার,
তোমা নিবেদিত অর্ঘ কবিতা আমার।


কবিদের রাজা তুমি, প্রিয় কবিরাজ,
লিখিল লক্ষ্মণ কবি আসরেতে আজ।
--------------------------------
বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি লীনা দাস মহাশয়া ও স্বনামধন্যা কবি বৃষ্টি মণ্ডল মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তাঁরা এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন এবং দিয়ে চলেছেন। তাঁদের কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য চারুলতা কাব্য উপহার দুইকবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে দুই প্রিয়কবিকে প্রদান করলাম।
আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁদের কবিতা আগামীদিনে বাংলা কবিতার আসরকে সমৃদ্ধ করে তুলবে।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য চারুলতা কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


দুই কবি লীনা দাস ও বৃষ্টি মণ্ডল,
কবিতার আসরেতে করে কোলাহল।
দুইকবি আসরেতে কাব্য লেখে নিত্য,
কাব্য পাঠে সবাকার ভরে উঠে চিত্ত।


কাব্য চারুলতা কবি আসরেতে রোজ,
আসরেতে এসে করে কাব্যের খোঁজ।
দিনে দিনে কত কাব্য লিখে দুইজনে,
কবিতার আসরেতে লেখে আনমনে।


উভয়ের কাব্যে হেরি ছন্দ গতিময়,
দুই কবি গুণবতী জ্ঞানী অতিশয়।
লহ কবি উপহার আমা সবাকার,
কবিরে জানাই মোরা শ্রদ্ধা নমস্কার।


দুই কবি পরিচিতা কাব্য চারুলতা,
লক্ষ্মণ লিখিল কাব্যে সুন্দর কবিতা।


---------------------------------------------------
বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মোহাম্মদ তোফায়েল আহমেদ টুটুল মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য কবিশ্রী কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য কবিশ্রী কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


তোফায়েল আহমেদ টুটুল নামেতে,
কবিতা লিখেন কবি কাব্য আসরেতে।
নিত্য নব কাব্য কত নব ভাবনায়,
অপরূপ কাব্যিকতা তব কবিতায়।


হে প্রিয় কবি শেখর! আসরের মাঝে,
কবিতার উপহার নব রূপে সাজে।
কবিশ্রী হে প্রিয়কবি! তব রচনায়,
নিত্য কত কবিতারা ছন্দে রূপ পায়।


কাব্য প্রিয় তুমি কবি লহ উপহার,
কবিশ্রী উপাধি তব বলিলাম সার।
সকলের প্রিয় তুমি কবিতা আসরে,
আসরেতে জয়গান সকলেই করে।


কাব্য পাঠে সকলের ভরে ওঠে মন,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।
-----------------------------------------


বাংলা কবিতা আসরের স্বনামধন্যা কবি শ্রাবণী সিংহ মহাশয়া দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য পদ্মশ্রী কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম। আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।


কবির জয় হোক। কবিতার জয় হোক। বাংলা কবিতা আসরের জয় হোক।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


কাব্য পদ্মশ্রী কাব্য উপহার
                 -লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রাবণী সিংহ নামে কবিতা আসরে,
কবিতা লিখেন কবি অতি যত্ন করে।
কবির লেখনী নিত্য কাব্যে কথা বলে,
পদ্মশ্রী উপাধি খ্যাতি হোক ধরাতলে।


অপরূপ কাব্য কত করিলে প্রকাশ,
প্রোফাইল শূণ্য হেরি নাহিক আবাস।
প্রিয় কবি তুমি তব মহিমা অপার,
কাব্য পদ্মশ্রী হউক কাব্য উপহার।


কত যে কবিতা তুমি করিলে রচনা,
অনুপম কাব্য তব নাহিক তুলনা।
তুমি কবি অতি গুণী গাহি তব গান,
কাব্য পাঠে সবাকার ভরে মন প্রাণ।


শ্রদ্ধা, ভক্তি, নমস্কার, করহ গ্রহণ,
কহে কবি কবিতায় ভাণ্ডারী লক্ষ্মণ।


বাংলা কবিতা আসরের মহামান্য এডমিন মহাশয় ও কবি সভার সকলের শুভ আশীর্বাদ মাথায় নিয়ে নতুন করে যাত্রাপথ শুরু হলো। অভীষ্ট লক্ষ্য শততম ও ততোধিক। এই গুরুদায়িত্ব পালনে ব্রতী হয়ে এগিয়ে চলেছি। আপনারা সকলেই সাথে থাকুন, পাশে রাখুন। নিত্য লিখুন, কাব্যচর্চা চলতে থাকুক অবিরাম।
সতত ও প্রতিনিয়ত। জয়গুরু! জয়গুরু!