কৃষ্ণ অমাবস্যা তিথি ঘোর অন্ধকার,
শুভক্ষণ সমাগত মায়ের পূজার।
চতুর্দিক সুসজ্জিত আলো ফুলমালা,
দেবীর সম্মুখে ঘট বরণের ডালা।


ঘৃত মধু গঙ্গাজল সুগন্ধি চন্দন,
মন্ত্রপাঠ করিছেন পূজারী ব্রাহ্মণ।
হোমযজ্ঞ পূজাপাঠ হয় বিধিমতে।
দেবীরূপে কালীপূজা বিদিত জগতে।


যজ্ঞ শেষে বলিদান শাস্ত্রের বিধান,
যূপকাষ্ঠে শতাধিক ছাগ বলিদান।
পশুরক্তে কালীপূজা করে বিশ্ববাসী,
শক্তি নাশ করে কেন ছাগশিশু নাশি।


বলিহীন হোক পূজা শোন সর্বজন,
কবিতায় কহে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।