কার্তিকে ধানের খেতে..... হেমন্তের পরশ লাগে
নবান্নের উত্সব ঘরে ঘরে (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কার্তিকে ধানের মাঠে চাষীগণ ধান কাটে
রাঙাপথে চলে গরুগাড়ি,
ধান কাটে আঁটি বাঁধে, তারপরে লয়ে কাঁধে
ধান নিয়ে চলে নিজ বাড়ি।


গাঁয়ের পথের বাঁকে কাঁটাঝোপ ঝাড় থাকে
পাশ দিয়ে রাঙাপথে চলে,
গাঁয়ে রথতলা কাছে ছোট এক দিঘি আছে্
মরাল সাঁতার কাটে জলে।


কার্তিকের মাস থেকে সোনাধান উঠে পেকে
চাষীদের গোলা ভরা ধান,
নবান্নের উত্সবে হাসি খুশি কলরবে
মেতে উঠে সকলের প্রাণ।


মাটির উঠোন পরে এঁকেছে যতন করে
চারিধারে আলপনা আঁকা,
বসিবারে দেয় পিড়ে নতুন ধানের চিঁড়ে
দুধ আর গুড় দিয়ে মাখা।


কলার পাতের পরে সবে খায় পেট ভরে
ঘরে ঘরে নবান্নের উত্সব,
ধান কাটে কাস্তে দিয়ে, ধান আঁটি মাথে নিয়ে
দলে দলে আসে চাষীসব।