কার্তিকের ধানের খেতে..... হেমন্তের আগমন
সোনার ধান জুড়ায় প্রাণ (প্রথম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


মাঠেমাঠে সোনা ধান ঢেউ খেলে যায়,
সকালে শিশির ঝরে ঘাসের আগায়।
রাখাল গরুর পাল নিয়ে মাঠে চলে,
আকাশেতে ঘুঘু পাখি উড়ে দলে দলে।


রাঙাপথে জল নিতে আসে যত মেয়ে,
বাউলেরা মেঠো পথে চলে গান গেয়ে।
বাজে বাঁশি সুর ভাসে শুনি আনমনে,
বাজায় মাদল কারা দূরে কোন বনে।


অজয়ের নদীতটে যাত্রীদের ভিড়,
যাত্রীদের কোলাহলে ভরে ওঠে তীর।
দিন যায় সন্ধ্যা নামে অজয়ের চরে,
জোছনায় করে স্নান সারারাত ধরে।


কার্তিকে ধানের খেত হেমন্তের গান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।