বাংলা কবিতা আসরের স্বনামধন্য কবি মাননীয় শ.ম. শহীদ মহাশয় দীর্ঘদিন ধরে আমাদের কবিতা আসরে আছেন। তিনি এই কবিতার আসরে বহু কাব্য উপহার দিয়েছেন ও বর্তমানে দিয়ে চলেছেন। তাঁর কবিতায় বিমুগ্ধ হয়ে আমরা সকলেই তাকে কাব্য ধ্রুবতারা কাব্য উপহার কবির সম্মানে শ্রদ্ধা ও ভক্তিসহকারে প্রিয়কবিকে প্রদান করলাম।

কবির জয় হোক। কবিতার জয় হোক। এই উপহার কবির সম্মানে আমরা সকলেই মনপ্রাণে বিশ্বাস রাখি তাঁর কবিতা একদিন আমাদের বাংলা কবিতার আসরকে সুসমৃদ্ধ করে তুলবে।

কাব্য ধ্রুবতারা কাব্য উপহার              
                 -লক্ষ্মণ ভাণ্ডারী

শ. ম. শহীদ কবি উজ্জ্বল ধ্রুবতারা,
কবিত্ব প্রতিভা হেরি হই দিশাহারা।
উজ্জ্বল আলোক তুমি অমূল্য রতন,
কাব্যপাঠে সবাকার ভরে ওঠে মন।


কবিতার আসরেতে তুমি প্রিয়কবি,
তব কবিতায় হেরি নৈসর্গিক ছবি।
উজ্জ্বল জ্যোতিষ্ক তুমি কাব্যের জগতে,
কাব্য ধ্রুবতারা তুমি হলে আজি হতে।


যোগ্যতম প্রিয় মম, গুণে অনুপম,
কবিতার আসরেতে ধ্রুবতারা সম।
অপার মহিমা তব হেরিয়া নয়নে,
প্রনতি জানায় আজি সব কবিগণে,


কাব্যরত্ন জানি তুমি কাব্যের ভূষণ,
লিখিল কবিতা কবি ভাণ্ডারী লক্ষ্মণ।