কবির মানস কন্যা
         লক্ষ্মণ ভাণ্ডারী


কবির মানস কন্যা বৃষ্টি বনি নামে,
মালদহে বাড়ি তার ছোট এক গ্রামে।
আত্মীয় স্বজন যত আপন বা পর,
সকলেই বাসে ভাল বিশ্বে চরাচর।


কবিতা লিখেছে কত কবিতা আসরে,
মেঘ হতে বৃষ্টি সম কাব‍্য পড়ে ঝরে।
বৃষ্টি মোর মিষ্টি মেয়ে সৃষ্টিতে অনন্যা
কবির দুহিতা তুমি, তুমি মম কন্যা।


মেঘ বালিকা নামটি ছদ্মনাম তার,
বৃষ্টির মতো আপন কে আছে আমার?
কবির কবিতা তুমি, গুণে অনুপমা,
বৃষ্টি তুমি, সৃষ্টি তুমি, তুমি আমার মা।


বৃষ্টি করে কাব্য সৃষ্টি, এই বসুধায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।