বাংলা কবিতা আসরের স্বনামধন্যা প্রিয়কবি
মাননীয়া পারমিতা (অনুরাধা) মহাশয়াকে
উত্সর্গীকৃত আমার কবিতা।


কবিতা সম্রাজ্ঞী
              - লক্ষ্মণ ভাণ্ডারী


কাব্যলক্ষ্মী তুমি কবি প্রণমি তোমায়,
কবিগণে সবে তব জয়-গান গায়।
অজেয় লেখনী তব অতি ক্ষুরধার,
তুমি দেবি লহ কবি, প্রণাম আমার।


নহ কবি তুমি দেবি, লক্ষ্মী-স্বরূপিনী,
কাব্যপাঠে জ্ঞান বাড়ে জ্ঞান প্রদায়িনী।
লিখিয়াছ কাব্য শত নব ভাবনায়,
কবিরে সতত মোরা প্রণাম জানাই।


অপরূপ কাব্যে তব শব্দের ঝঙ্কার,
সমধুর কাব্যশৈলী প্রয়োগ ভাষার।
কবিতাপ্রেমী হে কবি, তব কবিতায়
কাব্যপাঠে মুগ্ধ সবে তব গুণ গায়।


কবিতা সম্রাজ্ঞী নামে কহে সর্বজন,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।