কবিতার আসর কাব্যমেলা (কবির ১৫০০ তম প্রয়াস)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


কবিতা আসরে কবিতার মালা
কবিতার ফুল নিয়ে,
হেথা কবিগণ পুষ্প বরিষণ
করে কাব্যপুষ্প দিয়ে।


মনের গহনে প্রাণের স্পন্দনে
কবিতা জীবন পায়,
ছন্দ ও ভাষার কাব্য সমাহার
কবিতারা গান গায়।


প্রভাত আলোয় রবির কিরণে
কবিতারা সব হাসে,
কবি ও পাঠক করেন বৈঠক
কাব্য যারা ভালবাসে।


হেথা কবিমন করে বিচরণ
কবিতার খেলাঘরে,
ভাষা ব্যবহারে সমভিব্যাহারে
কবিতা প্রকাশ করে।


কবিতার মেলা নিতি নিতি খেলা
দিনেদিনে বেড়ে উঠে,
হিসাব রাখি না নিশিদিনে কত
কবিতার ফুল ফুটে।


কবিতার এই পান্থশালা পরে
কত হাসি কত গান,
কত যে আসিল কে বিদায় নিল
কেবা রাখে সে সন্ধান।


প্রীতি ও প্রেমের পবিত্র বন্ধনে
সবে মিলি পরস্পরে,
কবিতা কুটিরে কবিতার নীড়ে
কবিতা রচনা করে।


কবিতার পাতা হৃদয়ের গাথা
কবিতারা রাতি জাগে,
রবির কিরণে হেরি দিনে দিনে
ফুটিছে অরুণ রাগে।


নতুন বারতা এসেছে আজিকে
শুনি কাব্যের ঝঙ্কার,
কবিতা আসরে দিলাম আজিকে
১৫০০ তম উপহার।