কোজাগরী লক্ষ্মীপূজা....... দেবী আবাহন
এসো মাগো বসো ঘরে (ধর্মীয় কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শুক্ল পূর্ণিমাতে হয় লক্ষ্মী আরাধনা,
সযত্নে সাজায় ঘট দিয়ে আলপনা।
ধান্যদূর্বা দেয় ঘটে রাখি আম্রশাখা,
দেবীর সম্মুখে ফুল বিল্বপত্র রাখা।


সুগন্ধিত ধূপ দীপ, প্রসাদের থালা,
দেবীর মঙ্গলঘটে শোভে ফুলমালা।
উলুধ্বনি দেয় সবে যতেক রমণী,
জয় মহালক্ষ্মী বলি দেয় জয়ধ্বনি।


ভক্তিভরে পূজি মাগো চরণ তোমার,
জনম জনম থাকো ঘরেতে আমার।
বিধিমতে লক্ষ্মীপূজা হয় সমাপন,
পূজা অন্তে অন্নভোগ করয়ে গ্রহণ।


লক্ষ্মীর পাঁচালি কাব্য শুনে যেইজন,
মা লক্ষ্মী সদয়া হন, কহয়ে লক্ষ্মণ।


মনে রাখবেন:-


* বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে- পূর্ণিমা তিথি আরম্ভ- বাংলা তারিখ: ১৩ কার্তিক শুক্রবার ১৪২৭, ইংরেজি তারিখ: ৩০ অক্টোবর, শুক্রবার, ২০২০। সময়: সন্ধ্যা ০৫টা ৪৬ মিনিট। পূর্ণিমা তিথি শেষ- বাংলা তারিখ: ১৪ কার্তিক, শনিবার ১৪২৭, ইংরেজি তারিখ: ৩১ অক্টোবর, শনিবার ২০২০।সময়: রাত ৮টা ১৯ মিনিট পর্যন্ত। পূর্ণিমার নিশিপালন ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপুজা ১৩ কার্তিক (৩০ অক্টোবর) শুক্রবার।


* গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-পূর্ণিমা তিথি আরাম্ভ- বাংলা তারিখ : ১৩ কার্তিক শুক্রবার ১৪২৭। ইংরেজি তারিখ: ৩০ অক্টোবর, শুক্রবার, ২০২০। সময়: সন্ধ্যা ০৫টা ১৯ মিনিট ২৪ সেকেন্ড। পূর্ণিমা তিথি শেষ- বাংলা তারিখ: ১৪ কার্তিক, শনিবার ১৪২৭। ইংরেজি তারিখ: ৩১ অক্টোবর, শনিবার ২০২০। সময়: রাত্রি ৭টা ২৭ মিনিট পর্যন্ত। পূর্ণিমার নিশিপালন ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপুজা- ১৩ কার্তিক (৩০ অক্টোবর) শুক্রবার।