কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী
বইছে অজয় আপন বেগে ( দশম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদী আপন বেগে
বয়ে চলে অবিরাম,
নদীর পারে তাল সুপারি
দুইপারে ছোট গ্রাম।


সকাল হলে নদীর ঘাটে
চেনা অচেনার ভিড়ে,
কেহবা যায় কেহবা আসে
অজয় নদীর তীরে।


দুপুর বেলা বটের তলা
বাউল গায়ক গায়,
সারাটা দিন কাটায় সেথা
সন্ধ্যা হলে ঘরে যায়।


কলসী কাঁখে গাঁয়ের বধূ
ঘরে যায় জল নিয়ে,
পরনে তার হলুদ শাড়ি
ঘোমটা মাথায় দিয়ে।


বিকেল হলে নদীর পাড়ে
সোনালী কিরণ ঝরে,
সূর্য লুকায় পশ্চিমে দেখি
অজয় নদীর চরে।


সাঁঝের বেলা নদীর ঘাটে
লোকজন নাহি থাকে,
রাতের বেলা জোছনা ঝরে
অজয় নদীর বাঁকে।