কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী
বইছে অজয় আপন বেগে (প্রথম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


বইছে নদী আপন বেগে
কুলু কুলু অবিরাম,
স্নিগ্ধ শীতল তরুর ছায়া
দুই পারে দুই গ্রাম।


বৈশাখ মাসে অজয় নদে
থাকে শুধু হাঁটুজল,
রৌদ্রে তপ্ত নদীর বালিতে
আসেনা শালিকদল।


বলাকা উড়ে নদীর চরে
পথিকেরা হেঁটে চলে,
ছেলেরা আসে নদীর ঘাটে
স্নান করে নদীজলে।


বিকাল হলে পশ্চিম পানে
সূর্য ডুবে লাল হয়ে,
আপন বেগে অজয় নদী
কুলু কুলু চলে বয়ে।


সন্ধ্যা নেমেছে নদীর চরে
শীতল সমীর বয়,
জোছনা রাতে চাঁদ উঠেছে
রাত কাটে ভোর হয়।