কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী
বইছে অজয় আপন বেগে (ষষ্ঠ পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী



নামটি অজয় নদী
সুশীতল জল,
কুলু কুলু বয়ে চলে
সদা অবিরল।


নদীচরে বক বসে
শালিকেরা আসে,
পানকৌড়ি ডুব দেয়
কভু জলে ভাসে।


জল নিতে আসে বধূ
রাঙাপথ ধরে,
কলসীতে জল নিয়ে
চলে নিজ ঘরে।


বালকেরা স্নান করে
অজয়ের ঘাটে,
স্নান হলে দলে দলে
রাঙাপথে হাঁটে।


রাঙাপথ এসে মিশে
গ্রাম সীমানায়,
আঁকাবাঁকা গলিপথ
গাঁয়ের রাস্তায়।


অজয়ের নদীঘাটে
পড়ে আসে বেলা,
ক্রমে ক্রমে সাঙ্গ হয়
দিবসের খেলা।


অজয় নদীর ঘাটে
সূর্য পড়ে ঢলে,
সোনালী কিরণ ঝরে
অজয়ের জলে।


অবশেষে সন্ধ্যা নামে
অজয়ের ঘাটে,
শেয়ালেরা হাঁক দেয়
চাঁপাডাঙা মাঠে।