কুলু কুলু বয়ে চলে গাঁয়ের অজয় নদী
বইছে অজয় আপন বেগে ( অষ্টম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


চলো চলো ভাই...... চলো চলো ভাই ।
অজয়ের আহ্বান ঐ শোনো গো সবাই।


এসো এসো ভাই,
চলো নদীচরে যাই,
নদীর চরে প্রভাত হাওয়া তুলনা তার নাই।
ডাক দিয়েছে অজয় নদী এসো গো সবাই।


নদীর চরে ভোরের হাওয়া লাগে যদি গায়,
হৃদয়ে সবার পুলক জাগে ব্যাধি দূরে যায়।


এসো এসো ভাই,
চলো নদীচরে যাই,
নদীর চরে প্রভাত হাওয়া তুলনা তার নাই।
ডাক দিয়েছে অজয় নদী এসো গো সবাই।


কলসী কাঁখে গাঁয়ের বধূ জল নিয়ে যায় ঘরে,
রাখালিয়া বাঁশির সুরে সবার চিত্ত পাগল করে।
শঙ্খচিলের ডাকে,
দূরের আকাশ থেকে,
রাঙা মেঘ ভেসে ভেসে চলে আকাশের গায়।  


চলো চলো ভাই...... চলো চলো ভাই ।
অজয়ের আহ্বান ঐ শোনো গো সবাই।
এসো এসো ভাই,
চলো নদীচরে যাই,
নদীর চরে প্রভাত হাওয়া তুলনা তার নাই।
ডাক দিয়েছে অজয় নদী এসো গো সবাই।


আমবনে কুহুতানে,
হৃদয় জুড়ায় গানে
নদী চলে আনমনে কুলু কুলু বয়ে চলে যায়।


চলো চলো ভাই...... চলো চলো ভাই ।
অজয়ের আহ্বান ঐ শোনো গো সবাই।
এসো এসো ভাই,
চলো নদীচরে যাই,
নদীর চরে প্রভাত হাওয়া তুলনা তার নাই।
ডাক দিয়েছে অজয় নদী এসো গো সবাই।