পূর্ব প্রকাশিত গতকালের কবিতা আর আজকের তিনটি স্তবকে সংযোজিত
আমার সম্পূর্ণ কবিতা।


মানুষে মানুষে প্রীতির বন্ধন,
                       -লক্ষ্মণ ভাণ্ডারী


মানুষে মানুষে যদি               গড়ে প্রীতির বন্ধন
              ভালবাসো যদি পরস্পরে,
হিংসা আর দ্বেষ ভুলি            করো যদি কোলাকুলি
              বুকে টানি লও মানুষেরে।


ভাই বলে কাছে ডাকো,          হিংসা-বিষ দূরে রাখো
              মানুষে করো না ঘৃণা আর,
মানুষেরে ভালবেসে              দূর্দশায় এসো পাশে
              দাঁড়াও নিকটে এসে তার।


দূরে ঐ রাস্তার ধারে              থাকে যারা অনাহারে
              কাঁদে যারা ক্ষুধা ও তৃষ্ণায়,
সারাটা জীবন ধরে                ঠকাইলে মানুষেরে
               আছে লেখা জীবন খাতায়।


মানুষের পাশে যদি               থাক তুমি নিরবধি
               গড়ে তোল প্রীতির বন্ধন,
ভালবাসো মানুষেরে              থেকো না দূরে সরে
                মানুষেরে করহ আপন।


মানুষ আপন হয়                   কেহ তব পর নয়
                 মানুষ প্রকৃত ভগবান,
মানুষের পূজা করো               সযতনে সেবা করো
                গাও মানুষের জয়গান।