মানুষে মানুষে প্রীতির বন্ধন
                       -লক্ষ্মণ ভাণ্ডারী


মানুষে মানুষে যদি               গড়ে প্রীতির বন্ধন
              ভালবাসো যদি পরস্পরে,
হিংসা আর দ্বেষ ভুলি            করো যদি কোলাকুলি
              বুকে টানি লও মানুষেরে।


ভাই বলে কাছে ডাকো,          হিংসা-বিষ দূরে রাখো
              মানুষে করো না ঘৃণা আর,
মানুষেরে ভালবেসে              দূর্দশায় এসো পাশে
              দাঁড়াও নিকটে এসে তার।


                                               (সংক্ষেপিত)


অফিসের কাজের চাপে কারও পাতায় যেতে পারি নি। অসুবিধার জন্য বিশেষ দুঃখিত। সম্পূর্ণ কবিতা আগামীকাল প্রকাশ দেব।
বাংলা কবিতা আসরের সকলকে জানাই
আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা।