মাটি আমার স্বর্গ .......... মাটি আমার মা
গাঁ আমার মাটি আমার (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে সারিসারি খড়ো চালাঘর,
দূরে হেরি অজয়ের সরু বালি চর।
সবুজের অভিযান আমাদের গাঁয়ে,
ছোট ছোট ঘরগুলি সবুজের ছায়ে।


তাল পুকুরের পাড়ে আছে তালগাছ,
দিঘিজলে জাল ফেলে জেলে ধরে মাছ।
ছেলেরা সাঁতার কাটে পুকুরের জলে,
রাখাল বাজায় বাঁশি বসি তরু তলে।


নদীধারে ধান কাটে এ গাঁয়ের চাষী,
মাঠভরা সোনাধান কাটে রাশি রাশি।
সাঁঝ হলে ঘরে ফেরে চাষীদের দল,
তরুশাখে পাখি সব করে কোলাহল।


গাঁ আমার স্বর্গধাম শান্তি নিকেতন,
গাঁয়ের কবিতা লিখে শ্রীমান লক্ষ্মণ।