মাটি আমার স্বর্গ .......... মাটি আমার মা
গাঁ আমার মাটি আমার (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ছোট গাঁয়ে ছোট ঘর মাটির উঠান,
উঠানের একপাশে গোলাভরা ধান।
পূবেতে অরুণ রবি ছড়ায় কিরণ,
হিমের পরশ লাগে বহে সমীরণ।


নয়ন দিঘির জলে হাঁসগুলি চরে,
গুগলি শামুক খায় সারাদিন ধরে।
দিঘিতে সাঁতার কাটে পাড়ার ছেলেরা,
জাল দিয়ে মাছ ধরে গাঁয়ের জেলেরা।


অজয় নদীর ঘাটে সরু বালি চর,
নদী হতে জল নিয়ে বধূ চলে ঘর।
দূরে কোথা বাজে বাঁশি রাখালিয়া সুরে,
সেই সুর মিলে যায় দূর হতে দূরে।


এ গাঁয়ের মাটি মোর স্বর্গের সমান,
গাঁয়ের কবিতা লিখে লক্ষ্মণ শ্রীমান।