মাটি আমার স্বর্গ .......... মাটি আমার মা
গাঁ আমার মাটি আমার (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁ আমার মাটি আমার মাটি আমার মা,
আমার মাটি মায়ের হয় না তুলনা ।
সুখশান্তি ভালোবাসা আছে এই গাঁয়ে,
আমাদের গ্রামখানি সবুজের ছায়ে।


মাটির পাঁচিলে ঘেরা ছোট ছোট ঘর,
দূরে ওই দেখা যায় অজয়ের চর।
গাছে গাছে পাখিদের সুমধুর গান,
রাখালের বাঁশি শুনে হরষিত প্রাণ।


রাঙাপথ চলে গেছে সোজা নদীঘাটে,
দুই ধারে মাঠে মাঠে চাষী ধান কাটে।
অজয়ের নদী চরে পড়ে আছে বেলা,
দিবা শেষে সাঙ্গ হয় দিবসের খেলা।


সাঁঝের আঁধার নামে আমাদের গাঁয়,
লিখিল লক্ষ্মণ কবি তাঁর কবিতায়।