মাটি আমার স্বর্গ .......... মাটি আমার মা
গাঁ আমার মাটি আমার (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গ্রামখানি অজয়ের পারে,
ছোট ছোট ধানখেত আছে দুইধারে।
পূবেতে অরুণ রবি ছড়ায় কিরণ,
তরুশাখে পাখিদের মধুর মিলন।


ডিঙি চড়ে আসে চাষী মাঠে কাটে ধান,
মেঠো সুরে আসে ভেসে বাউলের গান।
রাখালের বাজে বাঁশি রাখালিয়া সুরে,
শাল পিয়ালের বন গ্রাম হতে দূরে।


রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
নদী পার হয়ে দূর গাঁয়ে দেয় পাড়ি,
নদীজলে লোকজন পারাপার করে,
সোনারোদ পড়ে ঝরে অজয়ের চরে।


আমার গাঁয়ের মাটি সুখের আবাস,
সকলের সাথে মোরা সুখে করি বাস।
সুখে থাকে বারো মাস গ্রামবাসীগণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।