মাটি আমার স্বর্গ .......... মাটি আমার মা
গাঁ আমার মাটি আমার (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গ্রামখানি অজয়ের বাঁকে,
প্রভাত পাখিরা গায় বসি তরুশাখে।
পূবে রোজ উঠে রবি লোহিত বরণ,
গাঁয়ে আছে আম জাম কাঁঠালের বন।


নারিকেল গাছ আর খেজুর সুপারি,
রাঙাপথে তালগাছ আছে সারি সারি।
লাল ধূলোর সরানে চলে গরুপাল,
বাজায় বাঁশের বাঁশি গাঁয়ের রাখাল।


নয়ন দিঘির জলে মরালের দল,
মরালীর পাছে ধায় করে কোলাহল।
দিঘিজলে স্নান করে পাড়ার ছেলেরা,
জাল দিয়ে মাছ ধরে গাঁয়ের জেলেরা।


রাঙাপথে দুইধারে ছোট ছোট মাঠ,
গ্রাম সীমানায় আছে অজয়ের ঘাট।
আমাদের গ্রামখানি স্বর্গের সমান,
গাঁয়ের কবিতা লিখে লক্ষ্মণ শ্রীমান।