মাটি আমার স্বর্গ .......... মাটি আমার মা
গাঁ আমার মাটি আমার (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ছোট ছোট আছে ঘর আমাদের গাঁয়ে,
আমাদের গ্রামখানি সবুজের ছায়ে।
গাছে গাছে ডাকে পাখি করে কোলাহল,
মাঠে মাঠে ধান কাটে চাষীরা সকল।


রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে,
গ্রাম হতে রাঙাপথ চলে গেছে দূরে।
দুই ধারে তালগাছ খেজুরের সারি,
সকালে বিকালে রোজ চলে গরুগাড়ি।


অজয় নদীর ঘাট গ্রাম সীমানায়,
সারাদিন নদীজলে মাঝি খেয়া বায়।
শিমূল পলাশবন নদীঘাটে পাশে,
গাঁয়ের বধূরা ঘাটে জল নিতে আসে।


দিবা অবসানে রবি আলোক লুকায়,
নদীঘাটে চারিদিকে অন্ধকার ছায়।
সাঁঝের আঁধার নামে আমাদের গাঁয়,
লিখিল লক্ষ্মণ কবি তাঁর কবিতায়।