মাটির দুর্গা ও জীবন্ত দুর্গা
কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কি হবে পূজে মাটির দুর্গা জীবন্ত দুর্গা কাঁদে,
জীবন্ত দুর্গা গৃহহারা হয়ে বৃক্ষতলে ঘর বাঁধে।
মাটির প্রতিমা মাটির দেবী দেয় না কভু সাড়া,
জীবন্ত দুর্গা পায় না অন্ন, চক্ষে বহে অশ্রুধারা।


কোটি টাকা পূজায় খরচ শক্তির আরাধনা,
জীবন্ত দুর্গা ধর্ষিতা হয় মন্দির যেতে মানা।
ছিন্নবসনা জীবন্ত দুর্গা বাটি হাতে ঘুরে পথে,
মূর্খ তোমরা মাটির দুর্গা পূজা কর বিধিমতে।


মাটির দুর্গা সম্মুখেতে তার ফলমূল কত শত,
জীবন্ত দুর্গা অনাহারে থাকে অশ্রু ঝরে অবিরত।
মাটির দুর্গা বড় হল আজ জীবন্ত দুর্গার চেয়ে,
জীবন্ত দুর্গা সম্মুখে তব চক্ষু মেলি দেখ চেয়ে।


জীবন্ত দুর্গারা গর্জে উঠুক, আজ দুর্গাদের অবহেলা,
এসো মা দুর্গা আমি তব সাথী বন্ধ হোক পূজাখেলা।