মহাশক্তির আরাধনা মহাকালী দেবী বন্দনা
মহাশক্তি রূপে দেবীর আগমনী (তৃতীয় পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কালী কালী মহাকালী এসো মাগো ভূমণ্ডলে,
রাঙাপায়ে রাঙাজবা দেবো মাগো চরণতলে।


মাগো তোমার বরণ কালো,
ওই রূপে মা জগত আলো,
তাইতো মাকে বাসি ভালো,
                          করি পূজা নয়ন জলে।


কালী কালী মহাকালী এসো মাগো ভূমণ্ডলে,
রাঙাপায়ে রাঙাজবা দেবো মাগো চরণতলে।


দয়াময়ী মাগো তুমি আমার,
জ্বালো প্রদীপ সকল আশার
ফুলমালা সাজিয়ে তোমার
                           পূজিব জয় কালী বলে।


কালী কালী মহাকালী এসো মাগো ভূমণ্ডলে,
রাঙাপায়ে রাঙাজবা দেবো মাগো চরণতলে।


মনে আমার এই বাসনা,
চরণ ছাড়া করো না মা,
দিবসরাত্রি কাঁদি শ্যামা,
                       ভাসি সদাই নয়ন জলে।


কালী কালী মহাকালী এসো মাগো ভূমণ্ডলে,
রাঙাপায়ে রাঙাজবা দেবো মাগো চরণতলে।


শ্রী লক্ষ্মন ভাণ্ডারী বলে
রাখো মাগো চরণতলে
সদাই ভাসি নয়নজলে
                       এসো মাগো ধরাতলে।


কালী কালী মহাকালী এসো মাগো ভূমণ্ডলে,
রাঙাপায়ে রাঙাজবা দেবো মাগো চরণতলে।