মহাশক্তির আরাধনা ......দেবীর বন্দনা -১৪২৭
শ্রী শ্রী মহাদশমী পূজার কবিতা  (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শুভ বিজয়া দশমী পূণ্য শুভক্ষণ,
বিধিমতে দশমীর পূজা আয়োজন।
সুশোভিত মণ্ডপেতে শোভে ফুলমালা,
দেবীর সম্মুখে শোভে বরণের ডালা।


ঢাক বাজে কাঁসি বাজে শঙ্খধ্বনি আর,
উলুধ্বনি, জয়ধ্বনি মণ্ডপ মাঝার।
মন্দিরেতে পুরোহিত বসিয়া আসনে,
দশমী বিহিত পূজা, করে ভক্তিমনে।


পুষ্পাঞ্জলি দেয় সবে দেবীর চরণে,
আয়ুবৃদ্ধি যশবৃদ্ধি জয়ী রণে বনে।
পুষ্পাঞ্জলি শেষে পূজা হয় সমাপন,
সকলে প্রসাদ ভোগ করয়ে গ্রহণ।


মহা দশমীর পরে দেবী বিসর্জন,
দশমীর কাব্য লিখে ভাণ্ডারী লক্ষ্মণ।