মহাশক্তির আরাধনা মহাকালী দেবী বন্দনা
মহাশক্তি রূপে দেবীর আগমনী (প্রথম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কালী কালী মহাকালী এসো মাগো ধরাতলে,
প্রাণ সঁপেছি রাঙাপায়ে ভাসি সদা নয়নজলে।


ভক্তি পুষ্প অর্ঘ নিয়ে,
রাঙাজবা পায়ে দিয়ে,
বরণ ডালা সাজিয়ে,
                         রেখেছি মা চরণ তলে।


কালী কালী মহাকালী এসো মাগো ধরাতলে,
প্রাণ সঁপেছি রাঙাপায়ে ভাসি সদা নয়নজলে।


তুমি দুর্গা তুমি মা কালী,
মাগো তুমি নর মুণ্ডমালী,
ত্রিশূলধারিণী শ্যামাকালী,
                      খড়্গ মাগো তব করতলে।


কালী কালী মহাকালী এসো মাগো ধরাতলে,
প্রাণ সঁপেছি রাঙাপায়ে ভাসি সদা নয়নজলে।


মাগো তোমার বরণ কালো,
ওই রূপেতে জগত আলো,
রেখো মাগো সবারে ভালো,
                         শ্রী লক্ষ্মণ ভাণ্ডারী বলে।


কালী কালী মহাকালী এসো মাগো ধরাতলে,
প্রাণ সঁপেছি রাঙাপায়ে ভাসি সদা নয়নজলে।