মহাশক্তির আরাধনা মহাকালী দেবী বন্দনা
মহাশক্তি রূপে দেবীর আগমনী (পঞ্চম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কালী কালী মহাকালী জয়তারা বলে ডাকো মাকে,
দেবীর আগমনে মন্দিরে ঢাকীরা দেয় কাঠি ঢাকে।


কালী মায়ের বরণ কালো,
লোল জিহ্বায় মানায় ভালো,
মায়ের রূপে ভুবন আলো,
                          জয়তারা বলে ডাকি তাঁকে।


কালী কালী মহাকালী জয়তারা বলে ডাকো মাকে,
দেবীর আগমনে মন্দিরে ঢাকীরা দেয় কাঠি ঢাকে।


তারা নামে ডাকলে পরে,
করলে পূজা ভক্তি ভরে,
মাকে রাখো তব অন্তরে,
                        রাখবে যাকে সেই তো রাখে।


কালী কালী মহাকালী জয়তারা বলে ডাকো মাকে,
দেবীর আগমনে মন্দিরে ঢাকীরা দেয় কাঠি ঢাকে।


কবি লক্ষ্মণ ভাণ্ডারী বলে,
খড়্গ মায়ের করতলে,
শিব থাকে মার পদতলে                    
                       ভক্তিভরে সবাই মাকে ডাকে।


কালী কালী মহাকালী জয়তারা বলে ডাকো মাকে,
দেবীর আগমনে মন্দিরে ঢাকীরা দেয় কাঠি ঢাকে।