মহাশক্তির আরাধনা মহাকালী দেবী বন্দনা
মহাশক্তি রূপে দেবীর আগমনী (চতুর্থ পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী


জয়কালী জয়তারা বলে মাকে ডাকো প্রাণ খুলে,
ভক্তিপুষ্প অর্ঘ দিয়ে পূজা করো মাকে জবাফুলে।


ডাকার মতো ডাকলে তাঁরে,
শ্যামা মা কি থাকতে পারে?
রাখে তারা তাকে কেবা মারে
                   নাও মাগো মোরে কোলে তুলে।


জয়কালী জয়তারা বলে মাকে ডাকো প্রাণ খুলে,
ভক্তিপুষ্প অর্ঘ দিয়ে পূজা করো মাকে জবাফুলে।


ভুবন মোহিনী তুমি মা কালী,
ছিন্নমস্তা কালী নর মুণ্ডমালী,
সাজিয়ে মাগো পূজার ডালি,
                        অর্ঘ দেবো মাগো চরণ তলে।


জয়কালী জয়তারা বলে মাকে ডাকো প্রাণ খুলে,
ভক্তিপুষ্প অর্ঘ দিয়ে পূজা করো মাকে জবাফুলে।


দিবস রাত্রি শুধু ডাকি মা,
চরণছাড়া আর করো না,
কবি লক্ষ্মণের এই বাসনা,
                     মাগো, তোমায় পূজি গঙ্গাজলে।


জয়কালী জয়তারা বলে মাকে ডাকো প্রাণ খুলে,
ভক্তিপুষ্প অর্ঘ দিয়ে পূজা করো মাকে জবাফুলে।