বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে
নব বসন্তের কবিতা (দশম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত আসিল ভাই তরুশাখে পাখি তাই
গেয়ে উঠে বসন্তের গান।
পূবদিকে রবি উঠে ডালে ডালে ফুল ফুটে
শুনি কোকিলের কুহুতান।


তাল খেজুরের গাছে বাবুই পাখিরা নাচে
পাশে তার পলাশের বন,
শিমূল পলাশ বনে বসন্তের আগমনে
সুশোভিত পুষ্পিত কানন।


অজয়ের দুইকূলে শিমূল পলাশ ফুলে
অপরূপ শোভা মনোহর,
বাতাস সুগন্ধে ভরে হৃদয় পাগল করে
আসে উড়ে ভ্রমরী ভ্রমর।


বসন্তের ছোঁয়া লাগে বনে বনে পাখি জাগে
রং লাগে দেহে আর মনে,
বসন্তের উত্সবে মাতে কলরবে সবে
নদী ধারে মহুলের বনে।


মৌ জমেছে মধুবনে রং লেগেছে যৌবনে
বসন্তে রঙিন আজি ধরা,
মহুলের নেশা মনে দোলা দেয় সব প্রাণে
বসন্তের উত্সবে এসো ত্বরা।