বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে
নব বসন্তের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তে পরাগ মাখে ফুলকলি তরুশাখে
গুঞ্জরিয়া অলি আসে ধেয়ে,
বসন্তের রং লাগে হৃদয়ে পুলক জাগে
বাউলেরা চলে গান গেয়ে।


প্রভাত পাখিরা সব করে নানা কলরব
তরুশাখে পাখি গান গায়,
পুর্বদিকে রবি উঠে ফুলশাখে ফুল ফুটে
অপরূপ রূপে শোভা পায়।


রাঙাপথে সারি সারি আছে তাল ও সুপারি
শাল পিয়ালের বন আছে,
রাঙাপথে গরু গাড়ি দুর গাঁয়ে দেয় পাড়ি
অজয় নদীর ঘাট কাছে।


কাঁখেতে কলসী নিয়ে চলে রাঙাপথ দিয়ে
বধূ সব জল নিতে আসে,
সাদা বক দলে দলে শঙ্খচিল ভেসে চলে
রাঙামেঘ গগনেতে ভাসে।


গাঁয়ের পথের বাঁকে বসন্তের রং মাখে
পলাশের বন ভরা ফুলে,
বসন্তের আগমনে ফুল ফুটে বনে বনে
অজয় নদীর কূলে কূলে।